Higher Secondary Teachers’ Training Institute (HSTTI) established in 1993 under Higher Secondary Project ensuring quality teacher at Intermediate level. At initial stage this Institute starts Subject based Training Program (56 days) for Non Government College teachers since 1995. Presently this Institute accommodate a multidisciplinary teacher training programs by the financial support of revenue & development budget throughout the year under the direct supervision of Ministry of Education (MOE) & Directorate of Secondary and Higher Education (DSHE) accordingly.
Rajshahi HSTTI, provides digitalized classroom computer Lab, Science Lab, Library, Residential facilities for the Participants Teachers to confirm quality training. This Institute also responsible to continue training for the teachers of two divisions Rajshahi & Rangpur including sixteen districts of North Bengal Region.
শিক্ষার গুনগত মানোন্নয়নের লক্ষ্যে উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রকল্পের আওতায় ১৯৯৩ সালে দেশের বিভাগীয় অঞ্চলে ৫টি উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপিত হয়। রাজশাহী উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট দেশের অন্যতম একটি প্রশিক্ষণ ইনস্টিটিউট। উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষকগণের বিষয়ভিত্তিক প্রশিক্ষণ প্রদানের প্রাথমিক কর্মসূচি নিয়ে ১৯৯৫ সাল থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট এর প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। ১৯৯৮ সালে উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট সমূহের ভৌত অবকাঠামো গড়ে তোলা হয়। ১৯৯৯ সালে প্রকল্পের মেয়াদ উত্তীর্ন হওয়ার পর সাময়িকভাবে উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট এর কার্যক্রম বন্ধ থাকে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত ক্রমে উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট সমূহে কার্যক্রম পূণরায় শুরু হয়। এ প্রতিষ্ঠানের যাত্রালগ্ন থেকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপর ইনস্টিটিউট সমূহের প্রশাসনিক বিষয় নিয়ন্ত্রন ও তত্ত্বাবধানের দায়িত্ব রয়েছে।
উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট, রাজশাহী উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষকগণের বিষয়ভিত্তিক এবং শিক্ষা বিজ্ঞানের (পেডাগোজি) প্রশিক্ষণ দিয়ে আসছে। এযাবৎ উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট, রাজশাহীতে উচ্চ মাধ্যমিক পর্যায়ে ৭৮টি ব্যাচ-এ মোট ৫৬৪২ জন শিক্ষক বিষয়ভিত্তিক, ৫৫টি ব্যাচে ১০৭৮ জন শিক্ষক কম্পিঊটার প্রশিক্ষণ এবং ২২টি ব্যাচে ৫০৫ জন উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ্যগণ প্রশিক্ষণ গ্রহণ করেছেন। এছাড়াও বিভিন্ন সময় বিভিন্ন প্রজেক্টের আওতায় কলেজ শিক্ষক এবং স্কুলের প্রধান শিক্ষক ও সহকারী প্রধানদের প্রশিক্ষণও এই প্রতিষ্ঠান দিয়ে আসছে । বাংলাদেশে শিক্ষক প্রশিক্ষণ একটি অবিরত কার্যক্রম এবং রাজশাহী HSTTI সফলতার সাথে সকল প্রশিক্ষণ সম্পন্ন করে আসছে এবং ভবিষ্যতেও করবে বলে প্রত্যাশা রাখে ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS