Wellcome to National Portal
Main Comtent Skiped

Our Services

আমাদের সেবাসমূহ

 

সেবার তালিকা :

০১। কোলাহলমুক্ত, স্বাস্থ্যকর, নিরাপদ ও সুরক্ষিত শিখন-পরিবেশে শীতাতপ নিয়ন্ত্রিত আধুনিক শিক্ষাপকরণ সমৃদ্ধ সুসজ্জিত শ্রেণিকক্ষ এবং দেশে-বিদেশে প্রশিক্ষিত প্রশিক্ষক দ্বারা প্রশিক্ষণ সেবা প্রদান।

০২। সরকারি বিধি মোতাবেক রিসোস© বুক প্রশিক্ষণ নির্দেশিকা, খাতা, কলম, প্রশিক্ষণ ব্যাজ, বিষয়ভিত্তিক কলেজ শিক্ষকগণের জন্য প্রয়োজনীয় প্রাসঙ্গিক পুস্তক, শরীরচর্চার কিটস্ (পোশাক পরিচ্ছদ) সহ সনদপত্র প্রদান করা হয়।

০৩। সবুজ চত্বর বেস্টিত, সুপেয় পানি, শৌচাগার ও পয়:নিস্কাসন ব্যবস্থাসহ স্বাস্থ্যসম্মত নিরাপদ ডাইনিং ১২০ শয্যাবিশিষ্ট ৫ তলা আবাসিক হোস্টেল ভবন।

০৪। কম্পিউটার ল্যাব, অডিও ভিজ্যুয়াল ল্যাব, লাইব্রেরী ও ল্যাবরেটরি রয়েছে।

০৫। দ্বিতল অতিথি ভবন সাব©ক্ষনিক সেবা দিচ্ছে।

০৬। শীতাতপ নিয়ন্ত্রিত সুসজ্জিত আধুনিক উপকরণসমৃদ্ধ হলরুম বহিরাগত বিভিন্ন মেয়াদী বিভিন্ন বিষয়ের ওয়াক©সপ, সেমিনার ও প্রশিক্ষণের কাজে ব্যবহার হয়ে থাকে।

০৭। প্রশিক্ষণার্থীদের জন্য ০১টি মিনিবাসের পরিবহন সেবাসহ অধিকতর সুবিধাদানের নিমিত্তে এইচ.এস.টি.টি.আই, রাজশাহী নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছে।

 

কি সেবা কিভাবে পাবেন ?

পরিচালক মহোদয়সহ সকল অনুষদ সদস্য (প্রশিক্ষণ) ও অফিস ব্যবস্থাপনায় নিয়োজিত ব্যক্তিবর্গের সাথে সার্বিক যোগাযোগ রক্ষা করে এবং প্রশিক্ষণের মাধ্যমেই সেবাসমূহ সচল থাকবে। আমাদের সাথে যোগাযোগ করুন-

টেলিফোন নম্বর :  ০৭২১-৮১২৩২৭ ; ০২৪৭-৭৭৫৪১৫ ; ফ্যাক্স : ০২৪৭-৭৭৫৪১৫

ই-মেইল : hsttiraj@yahoo.com

ওয়েবসাইট : www.hstti.rajshahi.gov.bd

 

আমাদের প্রতিষ্ঠান জাতীয় প্রত্যাশা পূরণে ও বিশ্বায়নের আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষতা অজ©নে কাজ করছে।