Wellcome to National Portal
Main Comtent Skiped

Vission Mission

আমাদের Vission:    সুখী, যত্নশীল, নিরাপদ, শৃংখল এবং উদ্দীপনা সৃষ্টির শিখন-বান্ধব পরিবেশ তৈরী করে পূর্ণসম্ভাবনাময়, সৃজনশীল, উন্নত নৈতিকতাবোধ ও দায়িত্বশীল ইতিবাচক দৃষ্টিভঙ্গির পরিবর্তন এনে শিক্ষকদের আগামী প্রজন্মকে আন্তর্জাতিক মানসম্পন্ন করে দক্ষ জনসম্পদে রুপান্তরিত করার লক্ষ্যে নতুন শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় উন্নত মানের গুণগত পরিপূর্ণ সময় উপযোগী প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে প্রতিটি  শিক্ষা প্রতিষ্ঠানকে  সক্ষম করে গড়ে তোলা --যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ঘোষিত ভিশন  ২০২১ ও ২০৪১ বাস্তবায়নে ভূমিকা রাখা

আমাদের Mission:  “আমাদের প্রশিক্ষণ প্রতিষ্ঠান / ইনিস্টিটিউটগুলো সকল শিক্ষকদের উচ্চ মানের গুণগত পরিপূর্ণ সময় উপযোগী প্রশিক্ষণের  নিশ্চয়তা দেবে ।“ – এ লক্ষে আমাদের পদক্ষেপ হবেঃ  

১। শিখন ও উদ্ভাবনী দক্ষতা, তথ্য- মাধ্যম ও প্রযুক্তি দক্ষতা এবং জীবন ও পেশাগত দক্ষতা উন্নয়নের জন্য শিক্ষা ব্যবস্থাপনা কাঠামোর সর্বোচ্চ পর্যায়ের সংগঠন ‘ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষামন্ত্রণালয়ের আওতায় কেন্দ্রিয় পর্যায়ের সংন্থা যেমন – অধিদপ্তর ও পরিদপ্তর , পেশাগত প্রতিষ্ঠান, স্বায়ত্বশাসিত আধা স্বায়ত্বশাসিত সংস্থা এবং শিক্ষা মন্ত্রণালয়ের সংযুক্ত দপ্তর ও সংস্থাসমূহ, শিক্ষামন্ত্রণালয়ের আওতা বহির্ভুত শিক্ষা প্রতিষ্ঠান সমূহের সাথে যোগাযোগ অব্যহত রেখে ‘ জাতীয় শিক্ষানীতি-২০১০’ এবং ‘জাতীয় শিক্ষাক্রম – ২০১২’ বাস্তবায়ন  করা হচ্ছে এবং হবে ।

 ২। প্রশিক্ষণ ইনিস্টিটিউট এর সাথে সংশ্লিস্ট মন্ত্রনালয় ও অধিদপ্তর-পরিদপ্তরের মাধ্যমে প্রশিক্ষণের বিভিন্ন ক্ষেত্র নির্বাচন করে প্রশিক্ষণ সেমিনার ওয়ার্কশপ সহ প্রশিক্ষণকে সম্প্রসারিত  করে সময় উপযোগী করা।

৩।প্রশিক্ষণ ইনিস্টিটিউট এর সাথে সংশ্লিস্ট মন্ত্রনালয়, সংস্থা, অধিদপ্তর ও পরিদপ্তরের সহযোগিতা গ্রহনে সচেষ্ট উদ্যোগ গ্রহন অব্যাহত রেখে প্রশিক্ষণ প্রতিষ্ঠানের ভৌত অবকাঠমো উন্নয়ন ও সম্প্রসারণ, ICT সামগ্রী ক্রয় মেরামত ও সংস্কার এবং সংরক্ষনে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন, আসবাবপত্র তৈরী ক্রয় ও সংস্কার করা, প্রয়োজনীয় শিক্ষা ঊপকরণ তৈরি, সংগ্রহ ও সংরক্ষনে ব্যাবস্থা করা, প্রয়োজনীয় ক্ষেত্রে বিদ্যুৎ সংযোগ জেনারেটর, আই.পি.এস, এসি সহ প্রয়োজনীয় বৈদ্যুতিক সরঞ্জাম এবং খেলাধুলার সামগ্রী ক্রয়, সংগ্রহ ও সংরক্ষনের ব্যবস্থা করা।

৪। কম্পিউটার ল্যাব, গবেষনাগার সহ বিভিন্ন গ্রন্থগারকে আধুনিকায়ন করে সর্বশেষ তথ্যবহুল সমৃদ্ধ সামগ্রীর ব্যাবস্থা করে প্রতিনিয়ত শিক্ষকদের অনুশীলন বা চর্চা অব্যাহত রেখে উন্নত ও আধুনিক বাংলাদেশ গড়ার লক্ষে সর্বোচ্চ উৎসাহিত করে আত্মবিশ্বাস সৃষ্টি করে কাজে অভ্যস্ত করে তোলা  ।

৫। শিক্ষকদের পুরাতন  ও নতুন নতুন শিক্ষাদান পদ্ধতি সৃজনশীল মূল্যায়ন পদ্ধতি ও কলাকৌশল –এর সাথে পরিচিত করা ও সেই সম্পর্কে জ্ঞান ও দক্ষতা অর্জনে

সহায়তাদান, ব্যক্তিত্ব, উদ্ভাবনী শক্তি বৃদ্ধি এবং নেতৃত্বের গুণাবলী জাগ্রত করে পেশাদারিত্ব অর্জনে,  সমস্যাদি বিশ্লেষণে দক্ষতা এবং সিদ্ধান্ত গ্রহণের যোগ্যতা বৃদ্ধিকরণের উদ্দশ্যে সরকারী , বেসরকারী শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের ( স্বল্প ও  দীর্ঘমেয়াদী ) প্রশিক্ষণের আয়োজন করা । সর্বোপরি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের প্রশিক্ষক কর্মকর্তাদের In house প্রশিক্ষণ অব্যাহত রাখা ও অন্যান্য প্রতিষ্ঠানকে এক্ষেত্রে উৎসাহিত করা এবং দুর্নীতিমুক্ত প্রশিক্ষণ-প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা ।