Wellcome to National Portal
Main Comtent Skiped

Recent Activity

রাজশাহী HSTTI  একটি প্রশিক্ষণ কেন্দ্র । প্রশিক্ষণার্থীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এই প্রতিষ্ঠানের প্রচেষ্টা সব সময় কার্যকর থাকে। এখানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীনে-

ক) উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষকগণের ৪০ দিন মেয়াদি শিক্ষাবিজ্ঞান  বিষয়ভিত্তিক প্রশিক্ষণ পরিচালিত হয় । ২০১৮- ২০১৯ অর্থবছরে ব্যাচ # ৮১ থেকে ৮৪ পর্যন্ত মোট ৪টি ব্যাচে ৮টি বিষয়ের  প্রশিক্ষণ পরিচালিত হয়েছে। ২০১৯-২০২০ অর্থ বছরের বাজেট এবং সিডিউল প্রাপ্তির পর প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে। উক্ত প্রশিক্ষণ কার্যক্রম শুরু করার প্রয়োজনীয় প্রস্ততি  গ্রহণ করা হয়েছে ।

খ) উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষকগণের ২৭ দিন মেয়াদি আইসিটি প্রশিক্ষণ পরিচালিত হয়। ২০১৮-২০১৯ অর্থবছরে মোট ০৫টি ব্যাচে ১০০ জনের প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। 

গ) উচ্চ মাধ্যমিক স্তরের প্রতিষ্ঠান প্রধানগণের (অধ্যক্ষ) জন্য ২০ দিন মেয়াদি শিক্ষা প্রশাসন ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ পরিচালিত হয়। ২০১৮-২০১৯ অর্থবছরে ১টি ব্যাচের  প্রশিক্ষণ সুসম্পন্ন হয়েছে ।

আইসিটি'র মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষর প্রচলন প্রকল্প (২য় পর্যায়) -

        গত ৯/০৩/২০১৯ থেকে ২৮/০৬/২০১৯ পর্যন্ত মোট ৬১টি ব্যাচে ১৮৩০ জন প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রতিষ্ঠান প্রধানদের ৬ দিনব্যাপী HIT/AHIT প্রশিক্ষণ সমাপ্ত হয় । ২০১৯-২০২০ অর্থ                  বছরে প্রশিক্ষণ সিডিউল প্রাপ্তি সাপেক্ষে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে। 

 

  • কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির জন্য শিক্ষকদের মধ্যে আলাপ-আলোচনা, মতবিনিময় এবং আইসিটি সহ ইন-হাউজ প্রশিক্ষণ, বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করে স্ব-স্ব সবলতা-দূর্বলতা চিহ্নিত করে মানোন্নয়নের প্রক্রিয়া চলমান থাকে।
  • নির্ধারিত প্রশিক্ষণ ছাড়াও অটিজম, জঙ্গীবাদ, তথ্য অধিকার, দুর্যোগ ব্যবস্থাপনা এবং স্বাস্থ্য শিক্ষার উপর প্রশিক্ষণপ্রাপ্ত প্রশিক্ষক রয়েছে। ভবিষ্যতে সকল কর্মকর্তাদের ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা রয়েছে।
  • হিসাব শাখার কর্মচারীদের জন্য আর্থিক ব্যবস্থাপনা এবং অন্যান্য কর্মচারীদের জন্য শুদ্ধাচার ও নৈতিকতার উপর ইন-হাউজ প্রশিক্ষণের পরিকল্পনা রয়েছে।
  • নির্ধারিত প্রশিক্ষণসমূহ একই সাথে চলমান থাকায় শ্রেণিকক্ষ সমস্যা দেখা দেয় যা আমরা নিজেরাই নিজেদের ব্যবস্থাপনায় পূণ:বিন্যাস করে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে থাকি।
  • এই প্রতিষ্ঠান সরকারি পরিপত্র, বিধি প্রবিধি যথাযথ নির্দেশনায় স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্য দিয়ে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে থাকে। রূপকল্প ও অভিলক্ষ্যের (Vision and Mission) মর্মকথা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সমাজে সুশাসন প্রতিষ্ঠার মধ্য দিয়ে সুখী সমৃদ্ধ সোনার বাংলা রূপে বাংলাদেশ গড়ে তোলা
  • জাতীয় জীবনের জন্য নির্ধারিত শুদ্ধাচার কৌশলের সাথে সংগতি রেখে আমাদের প্রশিক্ষণ ইনষ্টিটিউটের কার্যক্রম অব্যাহত রয়েছে। বার্ষিক প্রশিক্ষণ সিডিউল, নির্ধারিত শিক্ষক ও তাদের আর্থিক ও অন্যান্য সেবা সুবিধাদির প্রতি অধিক যত্নবান হয়েই আমরা দায়িত্ব পালন করছি।
  • এই প্রতিষ্ঠানের জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের জন্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সচেতনতা কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটি প্রতিষ্ঠানের সকল প্রশিক্ষণ এবং আর্থিক বিষয়গুলো নিয়মিতভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে। এ ছাড়াও বিভিন্ন প্রশিক্ষণ কোর্স পরিচালনাসহ প্রতিষ্ঠানের নানাবিধ কাজ ও হোস্টেল পরিচালনার জন্য প্রতিষ্ঠানের কর্মকর্তাদের ও কর্মচারীদের সমম্বয়ে গঠিত ভিন্ন ভিন্ন কমিটি রয়েছে। প্রতিটি কমিটি জবাবদিহিতার মাধ্যমে স্বচ্ছতার সাথে সার্বিক কাজ সম্পাদন করে থাকে।
  • এই প্রতিষ্ঠান জাতীয় দিবসসমূহ এবং জাতীয় পর্যায়ের অনুষ্ঠান যথাযথ মর্যাদা ও সম্মানের সাথে পালন করে।
  • পরিশেষে, বলা যায় উত্তম প্রশিক্ষণের মাধ্যমে সর্বোত্তম জাতীয় সেবা নিশ্চিত করাই হলো যথাযথ নাগরিক ও পেশাগত দায়িত্ব। আমরা জাতীয় শুদ্ধাচার কৌশল ও নির্ধারিত নির্দেশনার প্রতি অনুগত ও দায়িত্বশীল।